রাজনীতি

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভে পুলিশের বাঁধা

কুড়িগ্রাম প্রতিনিধি :সরকারের পদত্যাগ এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উওম খেতাব বাতিলের ঘোষনার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম পোষ্টাফিস পাড়াস্থ জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি সদস্য শাহিন শেখ রন্জু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
অন্যদিকে একই দাবিতে দাদামোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, আশরাফুল হক রুবেল, আলতাব হোসেন প্রমুখ।
নেতা কর্মীরা ৫০ বছর আগে দেয়া বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button