সারাদেশ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাণীশংকৈল পুলিশের কঠোর তদারকি

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): দেশে চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও লক ডাউন নিশ্চিতককরণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ বিভিন্ন এলাকার চেকপোস্ট  ডিউটি ও তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছে । ১৯ এপ্রিল রবিবার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে  সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌরশহরসহ সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত থানা পুলিশের বিভিন্ন টিম ডিউটিসহ কঠোর তদারকি করছেন। এছাড়াও থানা পুলিশ উপজেলার নেকমরদ, রামপুর, গোগরচৌরাস্তা ও কাতিহার ৪ টি মূল পয়েন্টে ২৪ ঘন্টায় চেকপোস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে লুকোচুরি ছোট ছোট চায়ের দোকানে ভ্রাম্যমাণ টহল পুলিশ রাতের বেলা মানুষের সমাগম ঠেকাতে এবং ঢাকা, নারারগঞ্জ ফেরতদের বাড়িতে লাল ঝান্ডা উড়াতে, এস আই আহাসান আলীর নেতৃত্বে বেশ কয়েকটি টহল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যপারে অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা করোনা সংক্রমণ রোধ করতে আমরা দিন রাত সমগ্র উপজেলায় কাজ করে যাচ্ছি। তাছাড়াও অনেক কর্মহীন মানুষকে নীরবে ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছি এবং এ কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ এবং আমরা বিশেষ প্রয়োজন ছাড়া, সবাই নিজ নিজ বাড়িতে থেকে,যেন করোনা যুদ্ধে জয়ী হতে পরি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button