রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হলো কৃষকের পটল ক্ষেত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুরে পূর্ব শত্রুতার জেরে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে নষ্ট করা হয়েছে কৃষক হামিদের পটল ক্ষেত। ঘটনাটি ঘটেছে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঙ্গালপাড়া গ্রামে।
কৃষক আব্দুল হামিদ জানান, আমার বাড়ির পেছনে ২১ শতক জমি লিজ নিয়ে একটি পটল ক্ষেত গড়ে তুলি। জাঙ্গি দেয়াসহ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। এবারের আবহাওয়া বেশ ভাল ছিল। পটল ক্ষেত দুই বছর পর্যন্ত ফসল দিয়ে থাকে। আশা করেছিলাম প্রথম বছরেই খরচের টাকা উঠে আসবে। পরবর্তী বছর এই ক্ষেত থেকে আয় হবে প্রায় এক লাখ টাকা। গত সপ্তাহে সাড়ে তিন মন পটল বিক্রি করে ভাল দাম পেয়েছিলাম। এতে ইর্ষান্বিত হয়ে কে বা কারা উচ্চ মাত্রার বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে আমার পটল ক্ষেতটি নষ্ট করেছে।
এনজিও থেকে নেয়া টাকাটা কিভাবে শোধ করবো তা ভেবে পাচ্ছিনা। আমি এই ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি দাবি জানাচ্ছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button