ঘোড়াঘাটে প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাট(দিনাজপুর): দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ মে সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর বাসস্ট্যান্ড, আজাদমোড় ও পুরাতন বাজার এলাকায় ২টি গো খাদ্য ও ২টি মুদি দোকানে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিল্পব কুমার দে ও ভেটেরিনারী সার্জন ডা. রোমানা আক্তার রোমি সংগে ছিলেন।
এ সময় গো-খাদ্যের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেশি রাখায় বাসস্ট্যান্ড এলাকার আনিসুর রহমানের মালিকানাধীন রোশনী ট্রেডার্সকে ২০ হাজার,গোডাউনে এলোমেলো ভাবে ্অস্বাস্থ্যকর পরিবেশে মালামাল রাখা ও ক্রয়-বিক্রয়ের রশিদে সমন্বয় না থাকায় আজাদ মোড়ের শফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচ ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে। ্অপর দিকে ২টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।