রাজশাহী বিভাগসারাদেশ
ধামইরহাটে মাদক ব্যবসায়ী কর্তৃক হামলার শিকার এক অসহায় কৃষক বিচারের আশায় দ্বারে দ্বারে

ভ্রাম্যমান প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাদক ব্যবসায়ী আল আমিনের নেতৃত্বে একটি সংঙ্গ বদ্ধ দল অসহায় কৃষক সামসুল আলমের বাড়িতে হামলা চালায়। ওই হামলায় কৃষক প্রাণে বেঁচে গেলেও বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে কোন সুবিচার না পেয়ে হতাশায় জিবন যাপন করছে কৃষক সামসুল আলম।
এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার খয়েরবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন (২৫) এলাকায় প্রভাব বিস্তারের লক্ষ্যে গত ২০ মার্চ দিবাগত রাত সাড়ে ১১ টায় একই উপজেলার ছোট চকগোপাল গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে সামসুল আলমের মুদির দোকানে সদা করতে গিয়ে উভয়ের মাঝে বছচার সৃষ্টি হয়। এ সময় আল আমিনের দল বল বাড়ির মেইন গেইট ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। বাড়ির মালিক সামসুল আলমের সঙ্গে আল আমিন গং বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আল আমিন ধারালো হাসুয়া দিয়ে কৃষক সামসুল আলমকে কোপ দেয়ার চেষ্টা করলে কৌশলে সামসুল আলম প্রাণে বেঁচে যায়। এবং হামলা কারির কাছ হাসুয়াটি কেড়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী সামসুল আক্রনকারীদের বিচারের আশায় স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরলেও কোন সুবিচারের আশ্বস না পেয়ে হতাশায় ভেঙ্গে পড়েন সামসুল আলম। নাম না জানার সত্তে আল আমিনের এক সহযোগী বলেন, ধারালো হাসুয়াটি আল আমিনের নয়, সেটি সামসুল আলমের আমাদের ফাঁসানোর জন্য সে মিথ্যা ষড়যন্ত্র করছে।