ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ চোরাকারবারি আটক। পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৭ আগষ্ট রাত সাড়ে ১২ টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনস্থ কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী সাতআনা গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় জয়পুরহাট জেলার পাওনামদা গ্রামের মৃত সাত্তার আলীর ছেলে ফারুক হোসেন (৩৫) কে ৭১ বোতল ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল সহ আটক করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো দুজন চোরাকারবারি মালামাল ফেলে দিয়ে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পুর্বক আটককৃত মালামাল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে বলে বিজিবি সুত্রে জানা গেছে।