খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের ৩ দফা দাবীতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন ও অসামঞ্জস্যতা সংশোধন , কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানের ৩ দফা দাবীতে মানববন্ধন হয়েছে ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান টিটো,দপ্তর সম্পাদক কামাল উদ্দিন মৃধা,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক হাজেরা ইয়াসমিন প্রমুখ।সমাবেশে পেশাগত সমস্যাদি দ্রুত সমাধান এবং বিএনবিসির অবমূল্যায়ন ও অসামঞ্জস্যতামূলক ধারা সূমহ সংশোধনের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান বক্তারা । মানববন্ধন শেষে জেলা শাখার সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button