সারাদেশ

নারায়ণগঞ্জে ‘লকডাউন’ জারির অনুরোধ করে প্রধানমন্ত্রীর কাছে আইভির চিঠি

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় শ্রমিক অধ্যুষিত ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জ সিটি এলাকা লকডাউনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রবিবার (৫ এপ্রিল) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। লকডাউন/কারফিউ জারির বিষয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় করোনা ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিন দিন ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় কয়েকটি এলাকা প্রশাসনের লকডাউন করে দেয়া হয়েছে।

সিটি এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কল কারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্যপণ্যের পাইকারি বাজার রয়েছে বিধায় এলাকাটি শ্রমিক অধ্যুষিত। ফলে ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অত্যাধিক।

পরিস্থিতির সার্বিক বিবেচনায় মানুষের জীবন রক্ষার্থে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরি ভিত্তিতে সিটি এলাকা লকডাউন/কারফিউ জারি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যেতে পারে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button