সারাদেশ

বগুড়ার ধুনট কালেরপাড়া ইউনিয়নে করোনায় আক্রান্ত সন্দেহে এক বাড়ী লকডাউন

ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বগুড়ার ধুনট উপজেলার হেউটনগর গ্রামে জনৈক মালয়েশিয়া প্রবাসীর ছেলে পোষাক কারখানার শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। ৪ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টায় ওই ব্যক্তির বাড়ি প্রশাসনের নির্দেশে লকডাউন করে দেওয়া হয়েছে।

জানা যায় গত ৬/৭ দিন আগে ওই পোষাক শ্রমিক ঢাকা থেকে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নেয়। পরে তার শ্বাসকষ্ট আরো বেরে যাওয়ায় গত শনিবার বিকালের তার মা তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করার পরামর্শ দেয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করে বাড়ির অস্থানকারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button