সারাদেশ

চট্টগ্রামে ১০১টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ জন সাতকানিয়া উপজেলার একই পরিবারের ৬ সদস্য, বাকি একজন নগরীরর দামপাড়া এলাকার।

রোববার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি ও সিভাসুতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।

তিনি জানান, রোববার বিআইটিআইডি ও সিভাসুতে ১০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের সাতজনের দেহে করোনা ধরা পড়েছে। ৬ জনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়, আর একজনের বাড়ি নগরের দামপাড়ায়। এছাড়া ভিন্ন জেলার তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

প্রসঙ্গত, বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৫৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন মোট ৫৩; শনাক্ত অন্যরা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার। এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১২ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button