রংপুর বিভাগসারাদেশ
সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি লায়ন আমিনুল হকের অপারেশন সম্পন্ন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক কাগজ আলপন সম্পাদক ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের কন্ঠনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার দুপুরে ঢাকার একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকগন।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসক তাঁকে সাত দিন কথা না বলার পরামর্শ দিয়েছেন। প্রবীণ সাংবাদিক আমিনুল হক অস্ত্রোপচারের জন্য গত মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি হন।
প্রসঙ্গত বেশ কিছুদিন থেকে কন্ঠনালীর সমস্যায় স্বাভাবিক কথা বলরে পারছিলেন না তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাঁর অস্ত্রোপচার করা হয়। তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।