সারাদেশ

আত্মমানবতার সেবায় সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা

স্বার্থহীন ভাবে সমাজকর্মে এগিয়ে আসার মন মানসিকতা সবার হয়ে উঠে না। মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করা প্রকৃত মানুষের কাজ। আর এ কাজ করলেই কেবল মানুষ শ্রেষ্ঠত্বের দাবি করতে পারে,। তারই ধারাবাহিকতায় আত্মমানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে  সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা, অন্ধকার কে দূর করে আলোর দিকে সমাজকে প্রতিস্থাপনের  লক্ষ্য  মানবতার কল্যানে নিদারুণ ভাবে কার্যাদি সম্পন্ন করে যাচ্ছেন সংস্থাটি। একটি সুশীল সমাজ গড়ার লক্ষ্যে নিবেদিত প্রাণের আত্মবশীরুপে কাজ করে যাচ্ছেন বড়াইগ্রামের সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা। করোনা ভাইরাস নিয়ে যখন সবাই আতঙ্কে ঠিক সে সময় মানুষদের  নিরাপদে রাখতে দিন-রাত বিভিন্ন ভাবে সচেতন করে যাচ্ছেন সূর্যদয়ের সমাজ কল্যাণ সংস্থা।  বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাজারে লিফলেট বিতরণ, বিভিন্ন মসজিদে জীবাণু নাশক স্প্রে ও রাস্তায় রাস্তায় সচেতনতামূলক কথা লিখতে দেখা যায়। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচার করেন সংস্থাটি, বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় তালিকা করে এলাকায় দরিদ্র মানুষদের জন্য খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এ বিষয়ে সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি মতিউর রহমান সুমন এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন সমাজের অসঙ্গতি কে দূর করে অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে সূর্যোদয় সমাজ কল্যাণ সংস্থা কাজ করে যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button