রাজশাহী বিভাগ

ওসি জসিম উদ্দীনের নানা অভিযোগের প্রেক্ষিতে স্বরাস্ট সচিব বরাবর অভিযোগ

গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন গোমস্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। গত ৩ জুন স্বরাষ্ট্র সচিব বরাবরে ডাক যোগে একটি লিখিত অভিযোগ প্রেরন করেন। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তার বাবা মা কে দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন। এ ঘটনায় গত ৩ মে গোমস্তাপুর থানায় তিনি একটি এজাহার দিলেও গত ২ মাসেও ওসি এজাহারটি মামলা হিসেবে গ্রহন করেন নি। তিনি প্রায় ২ বছর যাবৎ গোমস্তাপুর থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে করা অভিযোগ পত্রে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার না করে তাদের সাথে সখ্যতা গড়ে তোলাসহ এলাকার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সাথে দহরম-মহরমের বিষয় উল্লেখ্য করা হয়েছে। এ ছাড়া অভিযোগে আরও বলা হয়, অর্থ ছাড়া তিনি কোন মামলা গ্রহন করেন না।
এলাকায় অর্থের বিনিময়ে অবৈধ ভাবে পুকুর খননে সহযোগীতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগ পত্রে ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তারের বোন আফরোজা আক্তার তার কাছে আইনি সহায়তা চাইতে গিয়ে হয়রানির শিকার হন বলে উল্লেখ্য করা হয়েছে। তার বিরুদ্ধে জনপ্রতিনিধির করা অভিযোগ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি জসিমউদ্দিন জানান,ওই জনপ্রতিনিধি তার বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ভিত্তিহীন কিছু অভিযোগ করেছেন বলে জেনেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button