সারাদেশ

আবারও হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু

হিলি প্রতিনিধি: দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি রেলস্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সকাল সাড়ে ১০ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জিএম মিহির কান্তি গুহ, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।
জিএম মিহির কান্তি গুহ বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। হিলি স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘদিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে ।

এ সময় রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় চীপ কর্মাশিয়াল ম্যানেজার (সিসিএম) আহসানউল্লাহ ভূইয়া, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনবল সঙ্কটের কারণে ২০১৮ সালের ৮ জানুয়ারী হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন মাষ্টারসহ সকল স্টাফকে প্রত্যাহার করে নেয়া হয় ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button