খেলা

টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একমাত্র টেস্ট ও তিন ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। সোমবার মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

৫০ ওভারের ক্রিকেটে দাপট দেখালেও টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য পরিসংখ্যান কথা বলছে না বাংলাদেশের পক্ষে। ক্রিকেটের এ সংক্ষিপ্ত সংস্করণে টাইগাররা গত ৫ ম্যাচের মধ্যে হেরেছে চারটিতে। অন্যদিকে সমান ম্যাচে চার জয় পেয়েছে জিম্বাবুয়ে।

তবে দুই মুখোমুখি লড়াইয়েও টি-টোয়েন্টিতে এগিয়ে আছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে দুই দল ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৭ ম্যাচ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৪ ম্যাচে। তবে করোনা ভাইরাস আতঙ্কে এই ম্যাচ থাকছে প্রায় দর্শকশূন্য। এ ভাইরাস সংক্রমণের ভয়ে ম্যাচটিতে টিকেট ছাড়া হয়েছে মাত্র ৫ হাজার। দুপুরে হঠাৎ টিকেট বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় বিসিবি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button