রংপুর বিভাগসারাদেশ

উলিপুরের হাতিয়া ইউনিয়নে বন্যাদুর্গত সাড়ে ৩’শ পরিবারকে ত্রান সহায়তা প্রদান

উলিপুর (কুড়িগ্রাম)  প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন হাতিয়া ইউনিয়নে বন্যাদুর্গত সাড়ে ৩’শ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
০১ জুলাই বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন হাতিয়া ইউনিয়নে বন্যাদুর্গত সাড়ে ৩’শ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়। উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ হাতিয়া ইউনিয়নে পানিবন্দি বন্যাদুর্গত সাড়ে ৩’শ পরিবারকে ত্রান হিসেবে সরকারি ভাবে ২০ কেজি চাউল, ১ কেজি মুসুর ডাল, ১ কেজি লবন,  ১ কেজি চিড়া, আধাকেজি চিনি এান সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য শিক্ষাবিদ অধ্যাপক এমএ মতিন, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র বর্মন, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উমর ফারুক প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button