সারাদেশ

উলিপুরে টিসিবি’র নিত্যপণ্য বিক্রি শুরু

উলিপুর (কুড়িগ্রাম) থেকেঃ কুড়িগ্রামের উলিপুরে ন্যায্যমূল্যে টিসিবি’র নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে টিসিবি’র নিত্যপণ্য বিক্রয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সর্বস্থরের মানুষজন।
টিসিবি’র পণ্য সয়াবিন তেল ৮০ টাকা লিটার, ছোলা ৬০ টাকা, মশুর ডাল ৫০ টাকা, চিনি ৫০ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। জানা গেছে, গত ১০ বছর ধরে এ উপজেলায় কাগজে-কলমে ডিলার থাকলেও টিসিবি’র পণ্য বিক্রয় হয়নি। উলিপুরবাসীর দাবী বছর জুড়ে চালু থাক টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button