রংপুর বিভাগসারাদেশ

উলিপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্ যাপন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরেও সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি রবিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন ও সকালে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রভাষক মিজানুর রহমান বিপ্লবের সঞ্চালনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, উলিপুর থানা অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, বজরা এলকে আমিন কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমূখ। আলোচনা শেষে পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রওষ্ঠিানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button