রংপুর বিভাগসারাদেশ

উলিপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ নেতা আটক

উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে সোমবার (১৩ জুলাই) উলিপুর থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করেন। ঘটনাটি ঘটেছে, করতোয়ার পাড় গ্রামে। আটক মমিন হোসেন (৫২) উপজেলার দলদলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া করতোয়ার পাড় গ্রামের প্রথম শ্রেণিতে পড়ু–য়া শিশু শিক্ষার্থীর (৬) পিতা কাজের প্রয়োজনে ঢাকায় অবস্থান করেন। ওই শিক্ষার্থীর মানুষিক প্রতিবন্ধী মা ও ছোট বোনসহ বাড়িতে থাকেন। ঘটনার দিন গত শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে পালিত কবুতর বাড়িতে দেখতে না পেয়ে মা ছোট বোনকে সঙ্গে নিয়ে প্রতিবেশির বাড়িতে খুঁজতে যান। এ সময় ওই শিশু শিক্ষার্থী গ্রামবাসী দাদা মমিন হোসেনের বাড়িতে কবুতর খুঁজতে যায়। এ সময় বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের কেউ না থাকার সুযোগে মমিন ওই শিশু শিক্ষার্থীকে জোর করে ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই শিশুর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে উদ্ধারকারীদের কাঁদতে কাঁদতে ওই শিশু শিক্ষার্থী ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর দাদা বাদী হয়ে সোমবার (১৩ জুলাই) উলিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ মমিন হোসেন কে আটক করেন। আটক মমিন হোসেন দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া করতোয়ার পাড় গ্রামের জমির উদ্দিনের ছেলে ও দুই সন্তানের জনক।
দলদলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্ল্যাহ সরদার জানান, মমিন হোসেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তার এ ধরনের অপকর্মে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। ঘটনা জানার পর পরই ওই ওয়ার্ডের সভাপতি-সম্পাদককে তাকে (মমিন) বহিস্কারের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষন চেষ্টায় আটক মমিনকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button