সারাদেশ

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত সন্দেহে দুই যুবক গ্রেফতার

কক্সবাজার পৌরসভার নাজিরারটেক সৈকত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি)। অভিযানকারীদের দাবি, আটকরা ডাকাতদলের সদস্য। শনিবার ভোররাতে বিসিজি মহেশখালী স্টেশনের সদস্যরা এ অভিযান চালায়। তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি দেশীয় রাম দা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মো. নুর হোসেন (২৭) ও মো. শাহজাহান (২৫)। শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানতে পারেননি বলে দাবি করেছেন বিসিজির মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক।

বিসিজির মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক জানান, শনিবার (৩১ আগস্ট) ভোররাততে কক্সবাজার শহরের নাজিরারটেক সৈকত এলাকায় একটি স্বশস্ত্রদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে বিসিজি স্টেশন মহেশখালীর টহল উক্ত স্থানে পৌঁছায়। ডাকাতদল কোস্ট গার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা তাদের ধাওয়া করে নুর হোসেন ও শাহজাহানকে আটক করে।

তাদের কাছ থেকে ১টি দেশীয় বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ১টি দেশীয় রাম দা উদ্ধার করা হয়। অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্রসহ আটকদের শনিবার রাতে কক্সবাজার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button