সারাদেশ

করোনায় আরও একজনের মৃত্যু, চট্টগ্রামে মৃতের সংখ্যা ৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বজল আহমেদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল পৌনে ৯টায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাহাড়তলী সরাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

বিআইটিআইডি সূত্রে জানা যায়, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা বিআইটিআইডি হাসাপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার করোনা ভাইরাস  (কোভিড-১৯) পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে।

বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী জানান, নিউমোনিয়ার ও শ্বাসকষ্ট নিয়ে এক রোগী ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রোগীটি করোনা আক্রান্ত শনাক্ত হয়। আজ শুক্রবার সকালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে ৩৩ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৫ জন মৃত্যু বরণ করেছেন। বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ২৮ জন। চট্টগ্রামে করোনার রোগীগুলো হলো- নগরীর দামপাড়া ৫ জন, সাগরিকা ৬ জন, সরাইপাড়া ১ জন, হালিশহর ১ জন, ফিরিঙ্গিবাজার ১ জন, গোলপাহাড় ১ জন, পাহাড়তলী সিসিএ মার্কেট ১ জন, কাতালগঞ্জ ১ জন, উত্তর কাট্টলী ১ জন, বন্দর নিমতলা ১ জন, সাতকনিয়া উপজেলার ইছামতি আলীনগর ৮ জন, সীতাকুন্ড গোডাউন রোড ১ জন, পটিয়া উপজেলার পথের পাড়া ১ জন ও কাগজি পাড়া ১ জন, বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ১ জন এবং আনোয়ারা উপজেলার ওষখাইন ১ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button