সারাদেশ

করোনা উপসর্গে কিশোরসহ সাতক্ষীরায় ছয়জনের মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলা থেকে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফেরার কয়েকদিনের মাথায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এক কিশোর (১৬) মারা গেছে।

গতকাল শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে শ্যামনগর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর গভীর রাতে মারা যায় সে।

এর আগে ঢাকা থেকে আসার পর স্থানীয়দের চাপের মুখে ওই কিশোর ও তার পরিবারের সদস্যরা স্থানীয় মাজারের পাশে কয়েকটি কক্ষে হোম কোয়ারেন্টিনে থাকত। সেখান থেকে সে চিকিৎসাসেবা নিচ্ছিল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক রাসেল বলেন, ‘করোনা সন্দেহে ওই কিশোরের বাড়িসহ ছয়টি বাড়ি এবং কামারগাতি ছোট মিয়া সাহেবের মাজার শরীফ এলাকা লকডাউন করা হয়েছে। একইসঙ্গে তার রক্তের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মোতাবেক ওই কিশোরের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই কিশোরসহ এ পর্যন্ত সাতক্ষীরায় ছয়জন মারা গেছে। তবে তাদের কারও দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button