সারাদেশ

করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে বগুড়া দুপচাঁচিয়ায় ২জনের স্যাম্পল গ্রহণ

দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়ায় ৬ এপ্রিল সোমবার সন্ধ্যায় ও ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার করোনা ভাইরাস উপসর্গ সন্দেহে ২ জনের স্যাম্পল সংগ্রহ করে বগুড়ায় প্রেরণ করা হয়েছে। তারা হলেন দুপচাঁচিয়া পৌর এলাকার মন্ডলপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে ফেরদৌস হোসেন(৩১) ও জয়পুরপাড়া মহল্লার শাহিন আলমের স্ত্রী তিথি বেগম(২০)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডলের তত্বাবধানে ল্যাবরেটরী টেকনিশিয়ান আবু বক্কর ও ইপিআই টেকনিশিয়ান রফিকুল ইসলামের মাধ্যমে এ স্যাম্পল গ্রহণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন। এদিকে দুপচাঁচিয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত ১২ব্যক্তিকে অবমুক্ত করা হয়েছে। নতুন করে কেউ হোম কোয়ারেন্টাইনে অন্তর্ভুক্তি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১জন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে এবং দুপচাঁচিয়ায় হোমকোয়ারেন্টাইনে ৩৪জন বিদেশ ফেরত ব্যক্তি অবস্থান করছেন। অপরদিকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও ইউএনও এসএম জাকির হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ব্যাপক প্রচারনা অব্যাহত রেখেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button