সারাদেশ

করোনা: রংপুরে সর্দি-জ্বরে নারীর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা বটতলা এলাকার ওই নারী পেশায় সুইপার ছিলেন।

হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সামসুজ্জামান গণমাধ্যমকে জানান, ওই নারী কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত মঙ্গলবার রাত থেকে গলাব্যথা এবং বুধবার সকালে ডায়রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারী মারা যান বলে দাবি করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম গণমাধ্যমকে জানান, ওই নারীর সৎকার কাজে নিয়োজিত দুইজনসহ পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button