বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়া মুক্ত দিবস

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ১৯৭১ সালের ৬ ডিসেম্বর  মুক্ত হয় রাজাকারদের কবল থেকে। ১৯৭১ সালের এ দিনে মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা আত্মসর্মপন করতে বাধ্য হয়। অবশেষে উড়িয়ে দেয় স্বাধীানতার পতাকা । এ উপজেলায় প্রধান নির্বাচন কমিশনার কে,এম নুরুল হুদা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করে । এতে আক্রমন পরিচালনার দায়িত্বে ছিলেন হাবিবুল্লাহ রানা । অন্যান্যদের মধ্যে ছিলেন, হাবিবুর রহমান শওকত, নির্মল রক্ষিত, রেজাউল করিম বিশ্বাস, নাজমুল হুদা ছালেক, শাহআলম তালুকদার, সাজ্জাদুল ইসলাম বিশ্বাস, আরিফুর রহমান মুকুল, আহম্মেদ আলী, আশরাফ আলী ও আবু তালেব।
আক্রমন পরিচালনাকারী হাবিবুল্লাহ রানা জানান,১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে পাকিস্তানী পতাকাবাহী ৮/১০ জনের একদল থাইল্যান্ডের নাগরিক ’ভাট্রি’ নামে একটি জাহাজ নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে গলাচিপা অতিক্রম কালে মুক্তিযোদ্ধারা জাহাজটির গতি রোধ করে তীরে নোঙ্গর করে । এসময় থাইল্যান্ডের ওই নাগরিকদের জাহাজ থেকে নামিয়ে গলাচিপার সার্কেল অফিসারের কাছে নিরাপত্তা হেফাজতে রেখে জাহাজটি নিয়ে কলাপাড়ায় আসে। ওইদিন রাত ৮ টার দিকে পাক- হানাদার বাহিনী ও তাদের এদেশের দোসরদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহন করে মুক্তিযোদ্ধারা। রাত ৩ টার দিকে
পুনরায় আক্রমন চালালে পাক হানাদাররা পিছু হটতে বাধ্য হয় । ৬ ডিসেম্বর সকাল ৮ টার
দিকে কলাপাড়া কে রাজাকারমুক্ত করে উড়িয়ে দেয়া স্বাধীনতার পতাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button