ময়মনসিংহ বিভাগসারাদেশ

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আরটি-পিসিআর ল্যাব

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা কেন্দ্র (পিসিআর ল্যাব) স্থাপন করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়।
এখন থেকে পি‌সিআর ল্যাব স্থাপন হওয়ায়, কিশোরগঞ্জের কাউকে করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট ঢাকা থেকে আসার জন্য আর ক‌য়েক‌দিন অপেক্ষা করতে হবে না।
ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণও করা যাবে।
আরটি-পিসিআর ল্যাব চালু করা উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সরেজমিনে পিসিআর ল্যাব পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button