খুলনা বিভাগসারাদেশ

কুষ্টিয়া চালকল মালিকদের সাথে জেলা প্রশাসকের জরুরি বৈঠক অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধিঃ দেশে মহামারি করোনা ভাইরাসের সময়ে চালের বাজার শিথিল রাখতে ০২ জুলাই ২০২০ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া চালকল মালিকদের সাথে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার, জেলা পুলিশের কর্মকর্তা, চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ।
চালের দাম বাড়ানো হচ্ছে এ অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ অটো রাইচ মিল ওর্নাস এ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী ওমর ফারুক বলেন, ধানের দাম বাড়লে চালের দাম বাড়ানো স্বাভাবিক। চালের দাম শিথিল রাখতে ধানের দাম কমাতে হবে।
তিনি আরোও বলেন, এ বছরে ঘূর্নিঝড় আম্পানের ফলে কৃষকদের ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় বেশি দামে ধান ক্রয় করে কম দামে চাল বিক্রি করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পরবো।
কুষ্টিয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক আসলাম হোসেন চালকল মালিকদের বলেন, আপনারা মহামারি করোনার সময়ে বেশি মুনাফা লাভের আশায় অযথা চালের দাম বৃদ্ধি করবেন না। অসহায় মানুষের কথা চিন্তা করে চালের দাম শিথিল রাখবেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চালের বাজার বৃদ্ধি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button