সারাদেশ

কুড়িগ্রামে দুবাই ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকায় এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৮ মার্চ দুবাই থেকে দেশে এসেছেন ওই ব্যক্তি। সতর্কতার অংশ হিসেবে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন। তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, বলেন নজরুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চীন ফেরত দুই জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়নি।

জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, পুরো জেলা নজরদারির আওতায় আনা হয়েছে। বিদেশ থেকে কেউ এলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে জেলার সবগুলো স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button