রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে গ্রামীণ ব্যাংকের ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এক হাজার প্রতিবন্ধী ও ভিক্ষুকের মাঝে এক মাসের খাদ্য সহায়তা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক।
সোমবার দুপুরে চিলমারী উপজেলার থানাহাট অফিস চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনের যোনাল ম্যানেজার স্বপন কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার আহসান হাবীব, শাখা ব্যবস্থাপক তাপস চন্দ্র সরকার, যোন প্রতিনিধি আনোয়ারুল ইসলাম রানা, সেকেন্ড অফিসার নাজমুল হাসান প্রমুখ।
জেলার ৪৬টি শাখা চত্ত্বরে মোট ১ হাজার জন ভিক্ষুক ও প্রতিবন্ধী বাছাই করে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ২ কেজি লবন, ২টি গোসলের সাবান, ২টি কাপড় কাচার সাবানসহ ২ হাজার ৬শ টাকার সামগ্রী। সেই সাথে প্রতিজনকে নগদ ৬শত টাকা করে দেয়া হয়।
গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনের যোনাল ম্যানেজার স্বপন কুমার নাথ জানান, এসব পরিবার ২য় দফায়ও একই পরিমান ত্রাণ সামগ্রী পাবেন। যা দিয়ে তাদের দুই মাসের খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মিটবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button