সারাদেশ

কুড়িগ্রামে রেকর্ড ৭ জন সহ মোট ১৮ জন আক্রান্ত!

কুড়িগ্রাম প্রতিনিধি ::: ২৪ ঘন্টায় কুড়িগ্রামে নতুন করে আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশু ও রয়েছেন। ১ মে (শুক্রবার) বিকেল ৫ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুরে ১ জন (২৫ বছর) ও ঘোগাদহ ইউনিয়নে ১ জন (৩৫ বছর), উলিপুর উপজেলায় উপজেলার হাতিতায় ০১ জন (২৮ বছর), চিলমারী উপজেলায় ০১ জন (১৪ বছর), রাজারহাট উপজেলার পাঠানপাড়ায় একই পরিবারের ০৩ জন যাদের বয়স ০৯, ১৭ ও ৪৫। নতুন আক্রান্তদের মধ্যে ৪ নারী, ২ জন শিশু ও ১ জন যুবক।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত ১১ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি। নতুন আক্রান্তদের রাতেই স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হবে। নতুন আক্রান্তদের মধ্যে অনেকে রোগীর সংস্পর্শে আসার ফলে তারা আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী সংখ্যা ১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ০৭ জন, চিলমারী উপজেলায় ০২ জন, ফুলবাড়ী উপজেলায় ০১ জন, রৌমারী উপজেলায় ০৩ জন, নাগেশ্বরী উপজেলা ০১ জন, উলিপুর উপজেলা ০১ জন, রাজারহাট উপজেলায় ০৩ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button