সারাদেশ

কুড়িগ্রামে সেনাবাহিনীর উদ্দোগে সতর্কীকরণ ও মেডিকেল ক্যাম্পিং অব্যাহত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্দোগে করোনাভাইরাস সম্পর্কে সতর্কীকরণ, সচেতনতা, লিফলেটবিতরণ ও মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিতহয়। মঙ্গলবার ( ৩১ মার্চ ) জেলাসদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশরী বাজারসহ বেশকিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ টিম এ কার্যক্রম পরিচালনা করেন। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এর নির্দেশনায় ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ বীর সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে এই প্রক্রিয়া নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। ক্যাম্পের ইনচার্র্জ মেজর নাদিম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে গত ২৫শে মার্চ হতে সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। কর্মসুচির উল্লেখযোগ্য কার্যক্রম সমুহহচ্ছে- বিভিন্ন প্রচারনার মাধ্যমে জনগনকে করোনাভাইরাস সম্পর্কে অবহিতও সচেতন করা, বিভিন্ন পথ ঘাট-বাজারসহ অনেক স্থানে জীবানূ নাশক স্প্রে করা, যারা কোয়ারাইন্টাইনে আছেন ( বিদেশ ফেরত) তাদের বাড়ি বাড়ি গিয়ে তারা সঠিকভাবে নিয়ম মানছেন কিনাতাপরিদর্শণকরা, এছাড়াও তাদের একটি চৌকস মেডিকেল টিম আছে যার মাধ্যমে গ্রাম পর্যায়ে সাধারণ মানূষের স্বাস্থ্য পরীক্ষাকরে চিকিৎসা প্রদান করা। তারা জানান এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলায় কোন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাননি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button