শিক্ষাঙ্গন

লালপুরে জেএসসিতে বৃত্তি পেলো ১১০ জন

লালপুর (নাটোর) প্রতিনিধি : ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নাটোরের লালপুরে ১১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৯ জন ও সাধারনে ৬১ জন বৃত্তি পেয়েছে। তবে নর্থ বেঙ্গল সুগার মিল (এনবিএসএম) হাই স্কুল থেকে মোট ২৬ জন বৃত্তি পেয়ে উপজেলার শির্ষে রয়েছে। অপর দিকে উপজেলার একমাত্র সরকারী (সদ্য) বিদ্যালয় করিমপুর উচ্চ বিদ্যালয় থেকে কেউ ট্যালেন্টপুলে বৃত্তি পায় নি।
উপজেলার বৃত্তির ফলাফল থেকে থেকে জানা যায়, নর্থ বেঙ্গল সুগার মিল (এনবিএসএম) হাই স্কুল থেকে ট্যালেন্টপুলে ১৫ জন ও সাধারনে ১১ জন, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১৪ ও সাধারনে ৮, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৬ ও সাধারনে ৬, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৫ ও সাধারনে ৫, কলসনগর উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৬, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৫, আব্দুলপুর মেশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২ ও সাধারনে ১, রাকসা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২,চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়, দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও ওয়ালিয়া হাকিমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে একজন করে বৃত্তি লাভ করেছে। এছাড়াও মোহরকয়া উচ্চ বিদ্যালয় সাধারনে ৫, করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয় সাধারনে ৪, মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয় , লক্ষণবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয় হতে ২ জন করে এবং পাইকপাড়া উচ্চ বিদ্যালয়, শালেস্বর উচ্চ বিদ্যালয় ও আড়বাব নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হতে একজন করে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে উপজেলায় মোট জেএসসিতে চার কেন্দ্রে ৪হাজার ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। সে হিসেবে বৃত্তির হার শতকরা ২দশমিক ৫৯৯ ভাগ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button