সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় নার্সসহ ৩ জন করোনায় আক্রান্তঃ১৬ বাড়ি লকডাউন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় প্রথমবারের মত সেবিকাসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সেবিকা। আক্রান্তরা হচ্ছে পৌরসদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের সেবিকা শরিফা আক্তার এ্যানী(৪০), উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের জোসনা বেগম(৪০) এবং একই ইউনিয়নের বালিয়াচরা গ্রামের রুবেল মিয়া(২২)। ভাঙ্গা উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে,মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ওই ৩ জন চিকিৎসা নিতে আসে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের নমুনা পাঠানো হলে তাদের নমুনায় করোনা পজিটিভ সনাক্ত হয়। বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া রোগীদের আশপাশের ১৬ টি বাড়ি লগডাউন করার পাশাপাশি একটি মেডিকেল টীম আক্রান্তদের বাড়িতে গিয়ে তাদের সংস্পর্শে আসা বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মহসিন ফকির বলেন, সোমবার আক্রান্তরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে পাঠানো নমুনায় তাদের করোনা সনাক্ত হয়।একইসাথে তাদের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রেখে আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান জানান, প্রশাসনের কর্মকর্তারা আক্রান্তদের বাড়িতে গিয়ে আশপাশের ১৬টি বাড়ি লগডাউন করার পাশাপাশি সকলকে সতর্ক করা হয়েছে। ভাইরাসটি যাতে না ছড়ায় সেজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। এদিকে ভাঙ্গা উপজেলায় প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত হওয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দক্ষিন বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এ উপজেলায় ভাইরাসটি ছড়িয়ে পড়লে আরও ব্যাপক বিস্তার ঘটাতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button