সারাদেশ

খুলনা অঞ্চলে ৮টি পাটকল আংশিক চালু

খুলনা অঞ্চলের আটটি পাটকল আংশিকভাবে চালু হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে কয়েক হাজার শ্রমিক উৎপাদন শুরু করে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় প্রায় এক মাস পাটকলগুলো বন্ধ ছিল।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের সমন্বয়ক মো. বনিজ উদ্দিন মিঞা বলেন, “করোনাভাইরাস রোধে গত ২৬ মার্চ থেকে মিলগুলো বন্ধ ছিল। জরুরি ভিত্তিতে খাদ্য বিভাগ ও বিএডিসিকে বস্তা সরবরাহ করতে খুলনার কারপেটিং জুট মিল ছাড়া বাকি আটটি মিল আংশিকভাবে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকরা শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করছেন।”
উল্লেখ্য, খুলনা অঞ্চলে নয়টি পাটকলে বদলিসহ প্রায় ৩০ হাজার শ্রমিক কাজ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button