খুলনা বিভাগসারাদেশ

গোপালগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ করোনায় নতুন আক্রান্ত ৩২

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৩ জনে। এ সময়ের মধ্যে ২০ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯৯ জন।

জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩২ জন।

গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছে ১২ জন।

আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, ‘নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৩ জন, মুকসুদপুরে ছয়জন, কোটালীপাড়ায় সাতজন, কাশিয়ানীতে চারজন ও টুঙ্গিপাড়ায় দুজন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।’

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত পাঁচ হাজার ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৭০ জন, কাশিয়ানীতে ১৪৬, গোপালগঞ্জ সদরে ২০০, টুঙ্গিপাড়ায় ১১০ ও কোটালীপাড়া উপজেলায় ১১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছে ৬৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button