সারাদেশ

চট্টগ্রাম নগরীতে আরো ২টি বাড়ি লকডাউন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে আরো দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ফিরিঙ্গি বাজার এলাকার একটি ভবন এবং আকবরশাহ থানা এলাকার দুটি সেমিপাকা ঘর লকডাউন করা হয়েছে। এছাড়া ওইসব বাসার সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তাদের একজনের বয়স ৫৩ এবং অন্যজনের বয়স ৩৫ বছর।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) মোট ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মোট ৭ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

করোনা রোগীদের মধ্যে আগের ৫ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এবং নতুন ২ রোগীকে বিআইটিআইডিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button