সারাদেশ

টাঙ্গুয়ার হাওরে ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংরক্ষিত জলভূমি টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকারের সময় ভ্রাম্যমাণ আদালত প্রায় তিন লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট এবং কোনা জাল জব্দ করেছে।

শনিবার সন্ধ্যায় জব্দ তালিকা শেষে এসব অবৈধ জাল উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত জলমহালে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনভর অভিযান চালিয়ে হাওর থেকে ৬টি কারেন্ট ও কোনা (বড়) জাল আটক করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

রোববার তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান পলাশ জাল আটকের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদার ফিশারিজ অব টাঙ্গুয়ার হাওর সারা দেশের মধ্যে সব চেয়ে বৃহৎ মিঠাপানির প্রজনন জলমহাল। এটি সংরক্ষিত জলাভূমি। কিন্তু কিছু কিছু মৌসুমি জেলেরা দলবেঁধে চুরি করে হাওরে মাছ ধরায় এ হাওরে লক্ষ্যমাত্রা অনুযায়ী মাছের উৎপাদন ও প্রজনন ব্যাহত হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button