রাজশাহী বিভাগসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহনেওয়ামতুল্লাহ কলেজের ছাত্রী আফসানা মিম আঁখির আত্মহত্যার প্ররোচনাকারী বখাটেদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
২ নভেম্বর দুপুর ১২ টার সময় শহরের বিশ্বরোড মোড়, শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই আত্মহত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক মোঃশাহিন কাওসার, শিক্ষক মোঃনুরুল ইসলাম, জাসদ ছাত্রলীগ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির,কলেজ ছাত্রী সুস্মিতা, আখির ফুফা সামিউল ইসলাম ও আখির পিতা আইয়ুব আলি সহ এলাকাবাসী। আখির বাবা সহ উপস্থিত বক্তারা  বলেন,আঁখিকে মোবাইলে ও রাস্তায় বিভিন্নভাবে উত্ত্যক্ত করে শহরের রামকৃষ্টপুর মহল্লার ভেম সুমনের ছোট ভাই বখাটে রিমন সহ তার বন্ধুরা। গতকালকে রিমন ও তার বন্ধু ফয়সাল তাঁকে উত্যক্ত করে ও নোংরামি কথাবার্তা বলে। এই ঘটনা সহ্য করতে না পেরে আখি আত্মহত্যা করেছে। যারা আখিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ যে গতকাল ১ নভেম্বর রবিবার দুপুরে বখাটেদের দ্বারা মোবাইলে ও বিভিন্ন ভাবে অপমান, হুমকি ও গালিগালাজ সইতে না পেরে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে শাহনেয়ামতুল্লাহ কলেজ ছাত্রী আফসানা মিম আঁখি। গতকাল ১নভেম্বর রাতে আখির বাবা আইয়ুব আলি বাদি হয়ে ফয়সাল ও রিমন নামে দুই বখাটে সহ অজ্ঞাত আরো চারজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করে।
অভিযুক্তরা অনেকদিন ধরে রাস্তায় ও মোবাইল ফোনে আখিকে বিরক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো এবং গতকাল এসব সহ্য করতে না পেরে ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে। আজ সকাল ৯ টায় তার দাফন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button