সারাদেশ

চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা

চুয়াডাঙ্গায় উদযাপিত হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা। মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়ে বুধবার (৬ নভেম্বর) দিনব্যাপী চলবে এই খেলা।

জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগি বাজারে ওই প্রাচীনতম খেলার আয়োজন করে স্থানীয়রা।

চুয়াডাঙ্গার গাইদঘাটের আলতাফ সাপুড়ে ও মেহেরপুর দারিয়াপুরের জিয়া সাপুড়ে মোট ১৮ টি সাপ নিয়ে মাতিয়ে তোলেন ঝাঁপান খেলা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ওই প্রাচীনতম সাপের ঝাঁপান খেলা দেখতে ছুটে আসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে শ শ নারী-পুরুষ।

সাপের ঝাঁপান খেলাকে ঘিরে ডুগডুগি বাজারে বসেছে ভ্রাম্যমাণ মেলা। বিভিন্ন সামগ্রীর পসড়া সাজিয়ে বসেছেন দোকানিরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button