রাজশাহী বিভাগসারাদেশ

জাতীয় শোক দিবসে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন কর্মসূচী পালন

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়।
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি‘র উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ পরিধান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মুজিববর্ষ বনায়ন কর্মসূচীর উদ্বোধন,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও ডিন প্রফেসর মোঃ নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ খোরশেদ আলম, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন। উক্ত অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য স্থপতি এ.এইচ.এম শাহজাহান তরু, টিএমএসএস এর পরামর্শক নাজমুল হক, যুগ্ম-পরিচালক মুহাম্মদ মমিনুল ইসলাম, রিসার্স ফেলো নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম।

জাতীয় শোক দিবস উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে ঠেঙ্গামারা বগুড়ায় শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

টিএমএসএস মেডিকেল কলেজ,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের সকল প্রতিষ্ঠানের আয়োজনে অন লাইন জুমের মাধ্যমে আলোচনা সভা,পুষ্পমাল্য অর্পন,দোয়া মাহফিল,জাতীয় পতাকা অর্ধ নমিত,কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে।এছাড়াও টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজ জয়পুর পাড়া বগুড়ায় স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পন করেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আয়শা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ। টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ,টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট,টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট, টিএমএসএস দাখিল মাদ্রাসা ও ইয়াতিম খানাসহ সকল প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনে আলোচনা সভা,পুষ্পমাল্য অর্পন,কালো ব্যাচ ধারণ,বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচী পৃথক ভাবে পালন করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button