সারাদেশ

জয়পুরহাটে জ্বর-সর্দি নিয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ বর্মণপাড়া গ্রামে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে নির্দোষ চন্দ্র (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নির্দোষ চন্দ্র ওই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে।

আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার জানান, নিদোর্ষ চন্দ্র বগুড়া শহরের একটি ডাল প্রস্তুতের কারখানায় শ্রমিকের কাজ করতেন। কারখানায় তিনি অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার লোকজন বুধবার রাতে তাকে নিজ বাড়িতে রেখে যান। বৃহস্পতিবার দুপুরে তাকে সিএনজিযোগে বগুড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উপজেলার ফুলদিঘী বাজার এলাকায় তার মৃত্যু হয়।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, ওই যুবকের মৃত্যুর খবর পাওয়ার পর তার বাড়িসহ ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় লোক সমাগমে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button