রংপুর বিভাগসারাদেশ

ডিমলায় মৎস্যচাষীদের মাঝে চাল বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি:নীলফামারীর ডিমলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্থ দু’শতাধিক মৎস্যচাষীদের মাঝে চাল বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ে বরাদ্বকৃত উপজেলা বাস্তবায়ন ত্রাণশাখার উদ্যোগে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খালিশা চাপানি ইউনিয়নে চেয়ারম্যান আতাউর রহমান সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার খাইরুল ইসলাম, ইউপি সদস্য আঃ সালাম, মোফাজ্জল হোসেন, বিকাশ চন্দ্র রায়, রফিকুল ইসলাম (খোকন) ইউনিয়ন ইউডিসি পরিচালক গোলাম আজমসহ প্রমুখ। বিতরনের পূর্বে সুবিধা ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি বন্যা পরবর্তি পানি বাহিত ও বায়ু বাহিত রোগ দেখা দিতে পারে। এছাড়া বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে যেতে পারে এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
সৈয়দপুরে তাল বীজ রোপন কর্মসূচির উদ্বোধন
রেজা মাহমুদ নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পরিবেশের ভারসাম্য ও বজ্রপাত মোকাবেলায় তালবীজ রোপন কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ওই কর্মসূচী শুরু হয়।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঙ্গালীপুর ইউনিয়নে ওই তালবীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ।
এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, সংশ্লিষ্ট ইউপি সচিব আহসান হাবিব, ইউপি সদস্য জুলফিকার আলী, সংরক্ষিত নারী সদস্য রাশেদা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পিআইও দপ্তর সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে পাঁচশত করে সর্বমোট দুই হাজার পাঁচশত তাল বীজ রোপনের কর্মসূচি গ্রহন করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button