রংপুর বিভাগসারাদেশ

ডোমারে আশ্রয়ন প্রকল্প না করার দাবিতে স্থানীয়দের মানবন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলিফামারীর ডোমারে আশ্রয়ন প্রকল্প না করা দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বয়সের তিনশতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে।
জানা যায়, সম্প্রতি সরকার ওই ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু ওই প্রকল্প না করে ওই খাস জমি ভূমিহীনদের বরাদ্দের দাবি জানানো হয়। মমিনুল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, পাকিস্তান আমল থেকেই আমাদের পূর্ব প্রজন্মরা ওই জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছে। কিন্তু এখন শুনছি ওই জমি খাস খতিয়ানভুক্ত হয়েছে। আসগর নামের আরেক স্থানীয় ব্যক্তির দাবি ওই এলাকায় পূর্বে করা একটি আশ্রয়ন প্রকল্প থাকলেও সেখানেই থাকার মত লোক পাওয়া যায় না। এরপর আবার নতুন করে আশ্রয় প্রকল্প করলে তা মুখ থুবরে পড়ার সম্ভবনায় বেশি। উপজেলা সহকারি কমিশনার( ভূমি) বলেন সরকারী খতিয়ানভুক্ত ওই জমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। সেখানে ভুমিহীনদের বসবাসের সুবিধা নিশ্চিত করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button