সারাদেশ

তাড়াশে মিলল বিরল প্রজাতির কচ্ছপ

সিরাজগঞ্জের তাড়াশে জেলেদের মাছ ধরার জালে ধরা পড়েছে একটি কড়ি ক্যাইট্রা প্রজাতির কচ্ছপ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে তাড়াশের হামকুড়িয়া এলাকায় চলনবিল থেকে ওই কচ্ছপটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’-এর উদ্ধারকারী দল।

সোমবার (২১ অক্টোবর) চলনবিলে আব্দুল হাকিম মাছ ধরতে গেলে তার জালে এই কচ্ছপটি আটক হয়। পরে গণমাধ্যম কর্মী সোনাতন দাশের সংবাদের ভিত্তিতে সংগঠনটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে।

উদ্ধার করা কচ্ছপটি মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বী, পাবনা-সিরাজগঞ্জ জেলার বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পদ্ম পুকুরে অবমুক্ত করা হয়।

‘দি বার্ড সেফটি হাউজ’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কচ্ছপটির ইংরেজি নাম: Indian roofed turtle ও বৈজ্ঞানিক নাম: Pangshura Tecta।

তিনি আরও জানান, এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button