খুলনা বিভাগসারাদেশ

তিন মাসের ব্যাবধানে দুটি মেছো বাঘ পিটিয়ে হত্যা

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় তিন মাসের ব্যাবধানে দুটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী, ঘটনা দুটি ঘটেছে কেশবপুর ১নং ত্রিমোহিনী ইউনিয়নের বরন ডালি গ্রামে।

এলাকাসূএে জানা গেছে কেশবপুরে বুধবারে একটি বিলুপ্তপ্রায় মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকে পড়া বিলুপ্তপ্রায় মেছো বাঘ বরণডালী গ্রামের মিরেরডাঙ্গায় বসবাসকারী আব্দুল কুদ্দুসের গোয়াল ঘরে রাতে ছাগল খাওয়ার জন্য হানা দেয়। এ সময় কুকুরের ডাকা -ডাকিতে বাড়ির মালিক কুদ্দুসের ঘুম ভেঙ্গে যায়।

তখন কুদ্দুসের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এর মধ্যে আরও ৪-৫টি কুকুর একত্রিত হয়ে বাঘটিকে তাড়া করে। ওই সময় গ্রামবাসী পিছু নিয়ে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে।

এদিকে সকালে এলাকায় ছড়িয়ে পড়ে একটি চিতা বাঘ পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ঘটনাটি শোনার পর উৎসাহী লোকজন মৃত মেছো বাঘকে দেখতে ভীড় জমায়। তবে এলাকাবাসীর সচেতনার অভাবে আরও একটি বিলুপ্তপ্রায় প্রাণী মারা পড়লো এমনটি জানিয়েছেন সচেতন মহল।

আব্দুল কুদ্দুস বলেন, আমাদের বাড়িতে একটি মেছো বাঘ ছাগল খেতে এলে একদল কুকুর বাঘটিকে ঘিরে ফেলে। পরবর্তীতে গ্রামের লোকজন বাঘটিকে আঘাত করলে মারা যায়।
পরে মৃত পুরুষ মেছো বাঘকে মাটিতে গর্ত করে পুতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৩ মাস আগে ওই এলাকায় আরও একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, ঘটনা টি শুনেছি এই বিলুপ্ত প্রায় বন্য প্রাণী পিটিয়ে হত্যা করা আইনত দন্ডনীয় অপরাধ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button