খুলনা বিভাগসারাদেশ

তেরখাদায় ইফতার বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: তেরখাদা উপজেলার রামমাঝি এলাকায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। নারীদের সমাজসেবামূলক সংগঠন ‘পল্লী সমাজ’র উদ্যোগে রোববার সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়া অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণসহ করোনা ভাইরাস বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। করোনা প্রতিরোধে গ্রামাঞ্চলসহ সর্বত্র মাস্ক ব্যবহার ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠসংগঠক লিপি বিশ্বাস, পল্লী সমাজের সভাপ্রধান সালেহা বেগম, সদস্য রাজিয়া খানম, সাবিনা বেগম, খুরশিদা বেগমসহ পল্লী সমাজের সদস্যরা।

পল্লী সমাজের সভাপ্রধান সালেহা বেগম বলেন, মানবতার দেয়ালের মূল উদ্দেশ্য হলো-সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এখানে বিত্তবান লোকেরা তাদের ব্যবহার্য ও অপ্রয়োজনীয় জিনিসপত্র সাধ্যমতো রেখে যাবেন। উপকারভোগীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিয়ে ব্যবহার করবেন। এক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবেন অসহায় মানুষেরা। এ এলাকায় প্রথম ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button