রাজশাহী বিভাগসারাদেশ

দুপচাঁচিয়ার তালোড়ায় মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর অর্থায়নে কোভিট-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষায় জনসাধারণের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার ও ২০১৮-১৯ অর্থ বছরে আরসিসি রিং পাইপ এবং স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের দেবখন্ড (চকমাধব) গ্রামে এসব সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সৈয়দ মাহবুবুর রহমান চৌধুরী পলাশ, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, আতোয়ার রহমান, আব্দুল মান্নান, মহিলা সদস্য রেহেনা বেগম, শাহিনুর বেগম, সেলিনা বেগম প্রমুখ। এদিন ১’শ জন লোকের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও ১’শ ৩৯জন লোকের মাঝে রিং পাইপ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button