সারাদেশ

ধামইরহাটে উদ্যোগে যাত্রীবাহী বাসে জীবানু নাশক স্প্রে

ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি: সারা বিশ্ব তথা বাংলাদেশে ১৬ কোটি মানুষ এখন করোনা ভাইরাসের আতংকে, ঠিক তখন জনসচেতনাবৃদ্ধিতে ও করোনা ভাইরাস প্রতিরোধে যুযোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’। নওগাঁর ধামইরহাটে সংগঠনের সভাপতি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নওগাঁ ও জয়পুরহাট জেলা থেকে আগত সকল গণ পরিবহনে বিশেষ করে যাত্রীবাহী বাসে জীবানুনাষক স্প্রে করে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছেন। ২৩ মার্চ সকাল ৯ টায় ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সাধারণ মানুষকে সচেতন করতে বিতরণ করেন করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক লিফলেট। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম,দেখাবো আলোর পথের সদস্য রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button