রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে জোতের জমির উপর দিয়ে জোর করে রাস্তা তৈরীর অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গ্রামীন রাস্তা তৈরীতে একক ভাবে জোতের জমির উপর দিয়ে জোর করে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, ৩ নম্বর আলম পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব চকসুবল (পাগলাপাড়া) গ্রামে জনসাধারণরে চলাচলের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক চাহিদা দেওয়া হয়। সেই মোতাবেক ওই স্থানে ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দে ৬ ফিট প্রশস্ত ও ৪১০ ফিট দৈর্ঘ্য এস.বি.বি রাস্তা অনুমোদন হয়। স্থানীয় বাসিন্দা মোজাফফর রহমানের ছেলে গোলাম কিবরিয়া অভিযোগ করেন, রেকর্ডীয় রাস্তা থাকা সত্বেও শুধূ মাত্র আমার ২৪ শতাং জমির উপর দিয়ে রাস্তাটি নির্মান হতে যাচ্ছে, এতে আমি চরম ক্ষতি গ্রস্থ হচ্ছি। তিনি আরও বলেন, রাস্তা হোক এটা আমি চাই তবে, আমার জমির পাশে যার জমি আছে, তার অংশ থেকে নিয়ে রাস্তা করলে আমার কোন আপত্তি নেই। এ বিষয়ে তিনি ধামইরহাট উপজেলা প্রশাসনে একটি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, বিষয়টি আমি শুনেছি, সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলে শান্তিপূর্ণ সমাধান করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button