জাতীয়

পাখির সঙ্গে ‘ধাক্কা’, বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির সঙ্গে আঘাতের (বার্ড হিট) কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ১৫৬ জন যাত্রীর পাশাপাশি সাতজন ককপিক ও কেবিন ক্রু ছিলেন। পরে তাদের অন্য একটি উড়োজাহজে সিঙ্গাপুরের পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বোয়িং ৭৩৭-৮০০ ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু কিছু সময় পর উড়োজাহাজটি শাহজালালে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button